সংক্ষেপে বাংলাদেশের পরিচিতি
1/ বাংলাদেশের সাংবিধানিক নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The People’s Republic of Bangladesh)
2/বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।
3/এদেশের রাজধানী- ঢাকা।
4/বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী- চট্টগ্রাম।
5/এদেশের আয়তন- ১.৪৭.৫৭০ বর্গ কি.মি অথবা ৫৫ হাজার বর্গমাইল।
6/আয়তনের ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান- ৯০তম।
7/এদেশের আইন পরিষদের নাম- পার্লামেন্ট বা জাতীয় সংসদ।
8/বাংলাদেশের বিভাগ সংখ্যা- ৭টি।
9/সিটি কর্পোরেশনের সংখ্যা- ৬টি।
10/এদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।
11. বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমান্ত রয়েছে- ভারত ও মায়ানমার।
12. জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩২%।13. এখানকার মানুষের গড় আয়ু- ৬৬.৮ বছর।
14. এদেশের মানুষের মাথাপিছু আয়- ৭৫০ মার্কিন ডলার।
15. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩ সে.মি।
16. এদেশের উপর দিয়ে প্রবাহিত মোট নদ- নদীর সংখ্যা- ২০৩টি।
17. বাংলাদেশের মোট জেলা 64 টি।
+
19.সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান- নবম।
19. এদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়- সিলেট জেলার লালখানে।
20. সর্ব নিম্ন বৃষ্টিপাত হয়- নাটোর জেলার লালপুরে।
21. বাংলাদেশের সমুদ্র বন্দর- ২টি।
22. আন্তর্জাতিক বিমানবন্দর- ৩টি।
23. জনসংখ্যার ঘনত্ব-৯৯০ জন প্রতি বর্গ কি.মি. এ।
24. সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা।
25. সবচেয়ে কম ঘন বসতি পূর্ণ জেলা বান্দরবন।
26. বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে।
27. বাংলাদেশের জাতিসংঘের- ১৩৬তম সদস্য।
28. বাংলাদেশের উৎপত্তি, অবস্থান, সীমানা ও আয়তন।
29 আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ- চট্টগ্রাম।
30. আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ- সিলেট।
31/আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা- রাঙামাটি।
32/আয়তনে বাংলা দেশের সবচেয়ে ছোট জেলা- মেহেরপুর।
33/আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা- শ্যামনগর (সাতক্ষীরা)।
34/বালাদেশের সমুদ্র উপকূলীয় সীমার দৈর্ঘ্য- ৭১১ কি.মি.।
35/বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা- ১২টিক্যাল মাইল।
36/বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য- ২০০ নটিক্যাল মাইন বা ৩৭০.৪ কি.মি.।
36বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য- ৫টি।
37বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।
+
38ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
39মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 3 টি
40/ ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়- ১৬ মে ১৯৭৪ সালে।
0 মন্তব্যসমূহ